আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসের সদ্য অবসর প্রাপ্ত প্রসেস সার্ভেয়ার আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মা বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনাস্থ করা হয়। মরহুম আবুল কালাম আজাদ (৫৮) আশাশুনি সদরের মৃত: শ্যাম আলী গাজীর বড় ছেলে এবং আশাশুনি সহকারি কমিশনার (ভুমি) অফিসে প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত থাকার পর মৃত্যুর ১৫দিন পূর্বে অবসরে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।