রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সালাহর রেকর্ড ভাঙলেন হালান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে একের পর এক চমকের জন্ম দিচ্ছেন নরওয়ের তরুণ তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই করছেন গোলের পর গোল, গড়ছেন একের পর রেকর্ড। তবে এবার অবশ্য মাঠে নামার আগে গড়েছেন অন্যরকম এক রেকর্ড। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের টুর্নামেন্টে আরও সম্পৃক্ত রাখতে প্রতিবছরই ফ্যান্টাসি লিগের আয়োজন করে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেই ফ্যান্টাসি লিগে অধিনায়ক হওয়ার নতুন রেকর্ড গড়েছেন হালান্ড। তিনি ভেঙেছেন লিভারপুলের মিসরিয়ান রাজা মোহামেদ সালাহর রেকর্ড। গত শনিবার ম্যান সিটির ম্যাচ ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে। সেই ম্যাচের আগে ফ্যান্টাসি লিগের দল বানানোর ক্ষেত্রে হালান্ডকে অধিনায়ক করেছেন প্রায় ৫৪ লাখ (৫৩৯৮৬২০) জন দল ব্যবহারকারী। এই তালিকায় পরের চারটি নামই আবার সালাহর। অর্থাৎ সালাহর একক আধিপত্য ভেঙে শীর্ষে উঠেছেন হালান্ড। ২০২১-২২ মৌসুমে ১৭তম গেম উইকে লিভারপুলের ম্যাচে ৫১ লাখ ৩৯ হাজারের বেশি ব্যবহারকারী অধিনায়ক করেছিল সালাহকে। সেই রেকর্ড ভেঙে এবার ৫৩ লাখ ৯৮ হাজারের বেশি ব্যবহারকারীর অধিনায়ক হলেন হালান্ড। এ ছাড়া সালাহকে ৪৭ লাখের বেশি মানুষ অধিনায়ক করেছেন আরও তিনবার। অবশ্য সালাহর রেকর্ড ভাঙার ম্যাচটি হাসিমুখে শেষ করতে পারেননি হালান্ড। অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যান সিটি। ম্যাচে সিটিজেনদের একমাত্র গোলটি করেছেন হালান্ড। এই গোলের সুবাদে বোনাসসহ ৯ পয়েন্ট পেয়েছেন তিনি। তাকে অধিনায়ক করা ব্যবহারকারীরা পেয়েছেন দ্বিগুণ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com