স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে গতকাল সকাল ৯ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবি সাহিত্যিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক ও সমাজ বিনির্মাণে কবিতা অনুপ্রেরণা। সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনের খোরাক যোগায়। মহান স্বাধীনতা যুদ্ধের সময় কবি সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল। সাতক্ষীরায় কবিতা পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার সাহিত্য সম্পাদক অদ্বৈত মারুত, ভারতের বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হামিদ, ড. মোঃ শিহাবুদ্দীন, কবি কিশোরী মোহন সরকার,কবি শুভ্র আহমেদ,কবিতা উৎসবের আহ্বায়ক কাজী গুলশান আরা, যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সুকুমার দাস প্রমুখ। গুনিজনদের মধ্যে কবিতায় ইমরোজ সোহেল, অদ্বৈত মারুত, জী এম জাকির হোসেন, আবুল হোসেন আজাদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান ও কবি গুলশান আরা।