কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন শ্যামনগর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি করোনাকালীন পরবর্তী সময়ে পড়াশুনার যে ঘাটতিটা পূরণ করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া স্কুলের অন্যান্য বিষয়ের ফলাফল আশানুরূপ সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আরিফ বিলাহ , সহকারী শিক্ষক মোঃ নুরুল হক, মোঃ আজিজুর রহমান সহ সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।