বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

সিআইএ পরিচালকের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিন। তারা উভয়েই নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে এসভিআর পরিচালক এ কথা জানান। এর আগে গতকাল মঙ্গলবার কথোপকথনের সময় দুটি সংস্থার প্রধান ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের উত্তেজনা কমাতে’ সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, নারিশকিন এবং র্যাটক্লিফ ‘পারস্পরিক স্বার্থের ক্ষেত্র এবং সংকট পরিস্থিতি সমাধানের ক্ষেত্রে’ দুটি সংস্থার মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন। সা¤প্রতিক বছরগুলোতে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও রাশিয়ান গোয়েন্দা প্রধান বারবার সিআইএ’র সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য তার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। গত জানুয়ারিতে মার্কিন সিনেট সিআইএ পরিচালক হিসেবে র্যাটক্লিফের নিয়োগ নিশ্চিত করার মাত্র দুই দিন পরে সের্গেই নারিশকিন বলেছিলেন, তিনি তার মার্কিন সমকক্ষের সঙ্গে দেখা করতে প্রস্তুত। ২০২৩ সালে এসভিআর—প্রধান তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে কথা বলেন। তারা ইউক্রেন সংঘাত এবং ভাড়াটে যোদ্ধাদের সংস্থা ওয়াগনারের প্রয়াত প্রতিষ্ঠাতা এভজেনি প্রিগোজিনের বিদ্রোহ নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের সঙ্গে প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তিনি এই সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ফোনালাপের সময়সূচি নির্ধারণ করতে পারেন। সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন ও আমেরিকান প্রতিনিধিদলের বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে কিয়েভ মস্কোর সাথে ওয়াশিংটনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প ১২ ফেব্রুয়ারি পুতিনের সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপ করেন। উভয় নেতাই সংঘাতের অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হন। ক্রেমলিন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো—ওয়াশিংটন যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্রেমলিন পুল রিপোর্টার দিমিত্রি স্মিরনভ পরামর্শ দিয়েছেন, শুক্রবার দুই প্রেসিডেন্টের একটি ফোনালাপ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com