 
																
								
                                    
									
                                 
							
							 
                    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, উপজেলা সাব রেজিস্ট্রার অজয় কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম ও প্রসক্লাবর সহ-সভাপতি মাঃ আব্দুল আজিজ।