শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

সিটির পরবর্তী দুই ম্যাচেও নেই স্টোন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আরও কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হবে জন স্টোন্সকে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, আসছে আন্তর্জাতিক বিরতির পর ফিরতে পারেন এই ইংলিশ ডিফেন্ডার। সিটির প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে অনুশীলনে পেশিতে চোট পান স্টোন্স। তবে আর্সেনালের বিপক্ষে চলতি মাসের শুরুতে কমিউনিটি শিল্ডের ম্যাচে খেলেছিলেন তিনি। নিতম্বের ওই চোটে এরপর থেকে মাঠের বাইরে ২৯ বছর বয়সী খেলোয়াড়। মিস করেছেন উয়েফা সুপার কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ। নিজেদের পরবর্তী ম্যাচে লিগে আগামী রোববার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। আর আন্তর্জাতিক বিরতির আগে আগামী ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই ম্যাচেও স্টোন্সকে ছাড়াই খেলতে হবে ইংলিশ চ্যাম্পিয়নদের। মৌসুম শুরু হতেই একাধিক চোট সমস্যায় পড়েছে সিটি। তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রæইনে ফের হ্যামস্ট্রিং চোট পেয়েছেন এবং অস্ত্রোপচারের পর কমপক্ষে তিন থেকে চার মাসের জন্য ছিটকে গেছেন তিনি। সঙ্গে যোগ হয়েছে স্টোন্সের চোট। নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার ইংল্যান্ডের শীর্ষ লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারায় সিটি। ওই ম্যাচের পর গুয়ার্দিওলা বলেন, স্টোন্স-ডে ব্রæইনেদের অনুপস্থিতিতে অন্যান্যের এগিয়ে আসতে হবে। “আমাদের এই সূচির জন্য সবাইকে প্রয়োজন হবে। (সিটির সমর্থকরা) যেভাবে ফিরে আসে, আমাদেরও সেভাবে ফিরে আসতে হবে। (জন) স্টোন্স আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত ফিরবে না।” আন্তর্জাতিক বিরতি চলবে আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর। এই সময়ে ইউরো ২০২৪-এর বাছাইয়ে ইউক্রেইন ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গুয়ার্দিওলার আশঙ্কা সত্যি হলে জাতীয় দলের এই ম্যাচগুলোও খেলতে পারবেন না স্টোন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com