বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে। গতকাল ১৪ জুলাই রবিবার বেলা ১২ টায় অত্র প্রতিষ্ঠানে নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচিত সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সকলের সম্মতিক্রমে মোঃ এবাদুল ইসলাম কে (শিক্ষানবিশ আইনজীবী) বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। তিনি রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও রতনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শেখ নাজমুল আহসান। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব সুপার, সদস্যবৃন্দ সহ শিক্ষক প্রতিনিধি গন।