এ্যাডঃ তপন কুমার দাস \ বসন্ত মানেই পরিবর্তন পরিবর্ধনের ক্ষেত্র, বসন্ত মানেই পুর্ণতা, বসন্ত মানেই নতুন জীবনের কোলাহল, ফাল্গুনে শুরই বসন্তের না দিগন্তের শ্বেত শুভ্র পায়রা মনমুগ্ধকর মানসিকতায় উড়বেই। ফাল্গুন কেবল গাছে গাছে আগুন নয়, ফুলে ফুলে প্রানের স্পন্দন গাছে গাছে। প্রকৃতির উদারতায় শাল, পলাশ, শিমুল বন জেগে ওঠে, মানবতা আর মানবিক মুল্যবোধ, যেন সদা জাগ্রতের উৎসবমুখরায় থাকে। সাতক্ষীরার বিচার বিভাগের অভিভাবক দেশের আলোকিত বিচারক, বিশিষ্ট্য কবি শেখ মফিজুর রহমান সাতক্ষীরার বাস্তবতায়, স্বীয় গুনে, দক্ষতায়, মানবিকতায়, সাহিত্য সেবায়, ন্যায় বিচারে অনন্য দৃষ্টান্তের অধিকারি। বসন্তের প্রথম দিনে সাতক্ষীরার বিচার বিভাগের জজশীপ ও ম্যাজিষ্ট্রেসির বিচারগন প্রিয় অভিভাবক কে ফুলেল শুভেচ্ছা জানালেন। বসন্ত দিনে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জাহিদুল আজাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ রাকিবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম সহ অন্যান্য বিচারকগন।