বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দকে সাথে নিয়ে উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। পরিদর্শনকালে অতিথিবৃন্দরা দেবীপুর কমিউনিটি ক্লিনিকের বঙ্গবন্ধু ও মুজিব কর্ণার, সবজি ও ফলজ বাগান, পুষ্টি সমৃদ্ধ ছাদ বাগান, ঔষধি গাছের প্রদর্শনী প্লট, রোগীদের পা চালিত হাত ধোয়ার ব্যবস্থা, গোলচত্ত্বর, রোগীদের দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা, শিশু কর্ণার, ভিডিও এর মাধ্যমে স্বাস্থ্য শিক্ষার প্রদর্শন সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম দেখে খুশি হয়ে সকলকে প্রশংসিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, এসআইএমও সিভিল সার্জন অফিস ডাঃ রাশেদ উদ্দীন মৃধা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ আল ফারুক, সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ), পরিবার কল্যাণ সহকারী নাজমা পারভীন, ক্লিনিকের স্বেচ্ছাসেবক চিন্ময় কুমার মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ।