কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহি কামারালী দাখিল মাদ্রাসার অফিস সহকারী সিরাজুল ইসলাম মোল্যার বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এ বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল ওহাবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল, কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, সহকারী সুপার মাওলানা আব্দুল গফুর, প্রাক্তন ছাত্র কবির হোসেন প্রমুখ। এছাড়া এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অত্র মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী অফিস সহকারী সিরাজুল ইসলামকে নগদ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন উপঢৌকন দেওয়া হয়। এ ছাড়া হাইস্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও তাকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম।