শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

সিরিজে টিকে রইল ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো শুরু পেয়ে বারবার ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছিলেন সুরিয়াকুমার ইয়াদাভ। খুনে ব্যাটিংয়ে অবশেষে লম্বা ইনিংস খেলতে পারলেন তিনি। আরেকটি দারুণ ইনিংস উপহার দিলেন তিলাক ভার্মা। স্বাগতিকদের অনায়াসে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত। গায়ানায় মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের জয় ৭ উইকেটে। ১৬০ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১৩ বল হাতে রেখে। ¯্রফে ৪৪ বলে ৪ ছক্কা ও ১০ চারে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের সেরা সুরিয়াকুমার। তিলাক টানা দ্বিতীয় ফিফটি পাননি ১ রানের জন্য। ৩৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৯ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তিলাক প্রথম দুই ম্যাচে করেছিলেন ২২ বলে ৩৯ ও ৪১ বলে ৫১। ওয়েস্ট ইন্ডিজ দেড়শ ছাড়ানো পুঁজি পায় মূলত অধিনায়ক রভম্যান পাওয়েলের শেষের ঝড়ে। ১৯ বলে ৩ ছক্কা ও একটি চারে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার কুলদিপ ইয়াদাভ। ভারতের হয়ে এই সংস্করণে দ্রæততম ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন বাঁহাতি এই রিস্ট স্পিনার (৩০ ম্যাচে)। আগের রেকর্ড ছিল ইউজবেন্দ্র চেহেলের, ৩৪ ম্যাচে। রান তাড়ায় ভারতের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম ওভারে তারা হারায় যাশাসবি জয়সওয়ালকে। অভিষেকে ২ বলেই শেষ হয় এই তরুণের ইনিংস। আরেক ওপেনার শুবমান গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৪ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে সুরিয়াকুমার ও তিলাক উপহার দেন ৫১ বলে ৮৭ রানের বিধ্বংসী জুটি। তাতে ম্যাচও চলে যায় ভারতের মুঠোয়। ক্রিকেটীয় সব শটের পাশাপাশি উদ্ভাবনী নানা শটে এগিয়ে যান সুরিয়াকুমার। ২৩ বলে ফিফটি করে শতকের পথে ছুটছিলেন তিনি। কিন্তু আলজারি জোসেফের নিচু ফুল টস বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে থামেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাকিটা সারেন তিলাক। ছক্কায় ম্যাচের ইতি টেনে ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্সকে (২০ বলে ২৫) ফিরিয়ে ৫৫ রানের শুরুর জুটি ভাঙেন আকসার প্যাটেল। একটি করে ছক্কা ও চার মেরে বিদায় নেন জনসন চার্লস। আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা নিকোলাস পুরান এবারও তেমন কিছুর ইঙ্গিত দেন, তবে বেশিদূর যেতে পারেননি। ১২ বলে তিনি করেন ২০ রান। একই ওভারে পুরান ও ব্র্যান্ডন কিংকে (৪২ বলে ৪২) ফিরিয়ে দেন কুলদিপ। এতে রানের গতিও কমে যায় ক্যারিবিয়ানদের। পরে পাওয়েলের ঝড়ে দেড়শ ছাড়াতে পারলেও, তা যথেষ্ট হলো না জয়ের জন্য। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার ফ্লোরিডায় হবে চতুর্থ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com