বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : কাতারের আমির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর প্রথম আরব নেতা হিসেবে কাতার সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল—থানি। তিনি সিরিয়ার অন্তর্বতীর্কালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের ‘আনাদোলু বার্তা সংস্থা’র উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি গতকাল এ খবর জানিয়েছে। বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তভুর্ক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। আমির গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশ^াস দিয়েছেন। গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাতারের আমিরকে স্বাগত জানান। এসময় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল—বাশির, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল—শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাশার আল—আসাদের পতনের পর প্রথম কোনো আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল—থানি। দামেস্কে পৌঁছে আহমেদ আল—শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। এসময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তভুর্ক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দেন তিনি। কাতারের আমির বলেন, রাষ্ট্র পুনর্গঠন, পুনঃনির্মাণ সিরিয়ায় অন্তর্বতীর্কালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঘোষণা কাতারের জন্যও খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় পাশে থাকবে কাতার। এদিকে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়। এরইমধ্যে ১৩ বছর পর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় খুলেছে কাতার। কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com