এফএনএস বিদেশ : সিরিয়ায় একটি মারাত্মক স্থলমাইন বিস্ফোরণে গত রোববার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। বার্তা সংস্থা সানা জানায়, বিস্ফোরণে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিলেন। দক্ষিণের দেইর ইজ-জোর প্রদেশে আইএসআইএস গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইনকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি। এর একদিন আগে গত শনিবার সানা জানিয়েছিল, সিরিয়ার হোমস শহরের পূর্ব গ্রামাঞ্চলের মরুভ‚মিতে ট্রাফলের সন্ধানে যাওয়া আরও ছয়জন আইএসআইএসের রেখে যাওয়া ট্যাংক বিধ্বংসী মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার নিহতের সংখ্যা সাতজন বলে উল্লেখ করেছে। সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় মাইন বিস্ফোরণের ফলে এ বছর নিহত বেসামরিক লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ জনে, এর মধ্যে ৩০ শিশু রয়েছে। ট্রাফল হচ্ছে মৌসুমী ফল, যা উচ্চমূল্যে বিক্রি করা যায়। ট্রাফল সংগ্রহকারীরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলে বড় গ্রæপ হয়ে কাজ করে, আইএস জঙ্গিরা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। মরুভ‚মি থেকে তাদের অপহরণের পর মুক্তিপণ আদায় কিংবা হত্যা করা হয়। ফেব্রæয়ারিতে আইএসের ¯িøপার সেলগুলো মধ্যাঞ্চলীয় শহর সুখনার কাছে ট্রাফল সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৫৩ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই ছিলেন শ্রমিক, তবে কয়েকজন ছিলেন সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য।