 
																
								
                                    
									
                                 
							
							 
                    এফএনএস বিদেশ : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ভ‚মি থেকে ভ‚মিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। গত বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এ তথ্য জানায় আলজাজিরা। সামরিক সূত্রের বরাতে সানা বলছে, ইসরায়েলি শত্র“রা ভ‚মি থেকে ভ‚মিতে নিক্ষেপযোগ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে গত বুধবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে গোলান মালভ‚মি থেকে জাকিয়া শহরে হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান এএফপিকে বলেন, সিরিয়ার সামরিক অবস্থানে এ হামলা চালানো হয়। চলতি মাসে সিরিয়ায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। এর আগে ৯ ফেব্র“য়ারি সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে হামলা চালানো হয়েছিল। সে সময় সিরিয়ার এক সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন। সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত আক্রমণ চালিয়েছে ইসরায়েল। কিন্তু এ ধরনের হামলার বিষয় খুব একটা স্বীকার করে না ইসরায়েলি সরকার।