স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরস্থ এগিয়ে থাকা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল আলো ঝলমলে দিন পার করলো। মধ্য মাঘে দ্রুতি ছড়ানো দিনটি ছিল বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক বনভোজন প্রীতিভোজ। সাতক্ষীরা সদর আসনের জাতীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পিটিআই সুপার মোল্লা শহীদুজ্জামান শিক্ষা বিভাগীয় কর্মকর্তা অভিভাবক, সুধী সহ এক ঝাক সংবাদ কর্মির যার উপস্থিতি বিদ্যালয়টির বার্ষিক বনভোজন আনন্দ আয়োজন আর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চোখে দেখা প্রধান শিক্ষক চায়না ব্যানার্জীর নেতৃত্বে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সত্যিকারের দৃশ্যমান মডেল বিদ্যালয় এবং সর্বদিক দিয়ে এগিয়ে থাকায় বিষয়টি অকপটে বললেন, তিনি আরও বলেন, সাতক্ষীরার সীমানা পেরিয়ে ইতিমধ্যে এই বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে আলোকিত এবং পুরস্কৃত হয়েছে। এই গর্ব সাতক্ষীরা বাসির। কৃতিত্বের দাবীদার চায়না ব্যানার্জী সহ তার সহকর্মিরা। বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী বলেন বিদ্যালয়টি পড়ালেখার মান প্রশংসিত প্রতিটি জাতীয় দিবস পালনের ক্ষেত্রে মডেল বিদ্যালয়ের সাথে সামঞ্জ্যসপূর্ণ। মত বিনিময় শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যালয়ের শ্রেনিকক্ষ, বঙ্গবন্ধু কর্নার, পাঠাগার, সুপেয় পানি ব্যবস্থাপনা, সাংস্কৃতিক কক্ষ, শিশুদের খেলনা সামগ্রী, প্রাক প্রাথমিক কক্ষ, শিক্ষক মিলনায়তন পরিদর্শন করেন এবং প্রতিটি স্তরে ও পরতে পরতে পরিপূর্ণতা এবং সৌন্দর্য্যরে ভূয়সী প্রশংসা করেন। এর পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে প্রধান শিক্ষকের নেতৃত্বে এসএমসি ও শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম, সুখ্যাতি এবং এগিয়ে চলার ক্ষেত্রে সম্মানিত অভিভাবক মহল, আমার সহকর্মি শিক্ষকবৃন্দ ও এসএমসির সহযোগিতা আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়ক হয়েছে। তিনি শত ব্যস্ততার মাঝে সম্মানিত অতিথিদের বিদ্যালয়ের আয়োজনে অংশ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মিদের ধন্যবাদ জানান। আনন্দঘন আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর বৈদ্যনাথ, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, রবিউল ইসলাম, দুলাল সরকার, মাছুম বিল্লাহ, নাহিদ কবির, এসএমসির সভাপতি মাহমুদ হাসান, সাতক্ষীরা জেলা সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী প্রমুখ। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু অন্যদিকে আনন্দ আয়োজন এর যবনিকা ঘটতে শুরু করে।