মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

সিলিং ফ্যান পড়ে কপাল ফাটলো ডা. মুরাদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

এফএনএস: সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী। স্থানীয়রা ও হাসপাতাল সূত্র জানা যায়, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার রাতে তার সমর্থকদের সঙ্গে বৈঠকখানায় তিনি আলোচনা করছিলেন। মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৈঠক চলাকালে এক বৃদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়ার সময় সিলিং ফ্যান পড়ে গেলে এমপি মুরাদ আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গতকাল শুক্রবার দুপুরে জানান, রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালের চিকিৎসকরা তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি আরও বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। নিজ বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com