বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস : সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আটজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পুর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান। মৃতরা হলেন-ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫),তার স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে সাফি আহমদ (৫) ও বড় ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীম আরা বেগম (৪৮)। আহতরা হলেন- আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) ও হাম্মাদ (৩)৷ওসি বলেন, জুবায়ের তার পরিবারের সঙ্গে টিলার নিচে একটি টিনশেড ঘরে থাকতেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে টিলা ধসে তাদের ঘরের ওপর পড়লে চারজনেই মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। পূর্বসাতজনি গ্রামের আরও ১০/১২টি পরিবার টিলার নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, “টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে থাকা লোকজনদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।” এদিকে টিলা ধসে মৃত্যুর ঘটনায় মৃত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে সহায়তা এবং তাদের চিকিৎসার তদারকি করা হচ্ছে বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com