স্টাফ রিপোর্টার \ সিলেটের বানভাসি পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। সিলেটের বন্যার পানিতে প্লাবিত হয়ে মানুষ মানবতার জীবনযাপন করছে তখন সরকার সহ সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের ধারাবাহিকতায় মানবিক সহায়তা নিয়ে সিলেটের হাওয়ার অঞ্চলের দূর্গত মানুষের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। গত তিন দিন পলিটেকনিক ইনস্টিটিউটের একঝাক তরুণ শিক্ষার্থীরা সিলেট, সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়ন, জামালগঞ্জ বেহেলি ইউনিয়ন, তাহেরপুর দক্ষিণ শ্রিপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ সামগ্রী মধ্যে প্রতিটি ব্যাগে চাউল, ডাউল, আলু, চিনি, চিড়া, তেল, বিস্কুট, মোমবাতি ইত্যাদি। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থ তুহিন রিয়াদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, সিলেটে বন্যার পর মানুষের দুরবস্থা সংবাদ মাধ্যমে জানতে পেরে আমরা ব্যতীত হই। মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কয়েকজন শিক্ষার্থী আলোচনা করি। এক পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় নিয়ে সিলেটে যাই। সেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। যে সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী তৈয়বুর, শাহিন আলম, সারিউল্যাহ, ফয়সাল, হান্নান, ওলিউল্যাহ আজিজুল, আজিবুর, হৃদয়, মোজাহিদ।