সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী মাঠে নামবেন। দলীয় সূত্র বলছে, এই সফরের মাধ্যমেই দেশব্যাপী প্রচার কর্মসূচির সূচনা হবে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বাসসকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি পথসভা ও জনসভায় অংশ নিতে নিতে সড়কপথে ঢাকায় ফিরবেন। এই কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার। ঢাকায় একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরব।” তবে প্রচারের বিস্তারিত কর্মসূচি নিয়ে তখন তিনি আর কিছু জানাননি। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, ঐতিহ্যগতভাবেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দল নির্বাচনী প্রচার শুরু করে থাকে। সিলেট থেকেই প্রচার শুরু করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়। ওই বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরবর্তী সময়ে উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com