এফএনএস স্পোর্টস: জন্ম ইংল্যান্ডে। বেড়ে ওঠাও সেখানে। খেলেছেন ইংলিশ ফুটবলের অন্যতম সেরা দল চেলসিতে। শুধু তাই নয়, ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে তার। বলছি, মাইকেল মানসিয়েনের কথা। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে সিশেলস। মানসিয়েনের ক্লাব বার্টন আলবিওন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য তাকে শুভকামনা জানিয়েছে। বাবা মাইকেল সিনিয়র ছিলন সিশেলস জাতীয় দলের সাবেক ফুটবলার। সেই সূত্র ধরেই সিশেলস জাতীয় দলের হয়ে খেলা জুনিয়র মাইকেলের। ২০২২ সালে আফ্রিকান দেশ বতসোয়ানার বিপক্ষে অভিষেক হয় মানসিয়েনের। এখন পর্যন্ত সিশেলসের হয়ে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ইংল্যান্ডের স্থানীয় ক্লাব কিংস্তোনিয়ানে বেড়ে ওঠা মানসিয়েনের। সেখানে ৯ বছর কাটিয়ে এরপর ২০০৬ সালে যোগ দেন চেলসিতে। কিন্তু চেলসির সেরা একাদশে জায়গা না পাওয়ায় ধারে যোগ দেন কুইন্স পার্ক রেঞ্জার্সে। সেখানে নিয়মিত খেলে ২০০৯ আবারও ফেরেন চেলসিতে। এবার অভিষেকের অপেক্ষা ফুরায় তার। বøুজদের হয়ে এফএ কাপে ওয়াটফোর্ডে বিপক্ষে অভিষেক এই হয় ডিফেন্ডারের। একই বছর চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামারও সুযোগ হয় তার। আর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলেন উইগান এথলেটিকের বিপক্ষে। ২০০৮-০৯ মৌসুম চেলসির সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জেতেন মানসিয়েন। ২০১১ সালে চার বছরের চুক্তিতে মানসিয়েন যোগ দেন জার্মান ক্লাব হার্মবার্গে। এরপর নটিংহাম ফরেস্ট, নিউ ইংল্যান্ড রেভিলেশন ঘুরে এখন খেলছেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল ভার্টন আলবিওনে। সিশেলস জাতীয় দলকে বেছে নিলেও ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলে নিয়মিত ছিলেন মানসিয়েন। ২০০৯ যুবাদের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংলিশদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৭ সালে মানসিয়েনের বয়স যখন ১৮ তখন বলেছিলেন, যদি আমি ২৫ বছর বয়সের মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে না পারি তবে অবশ্যই আমি সিশেলসের হয়ে খেলব। অবশেষে ২০২২ সালে এসে সিশেলস দলকে বেছে নেন তিনি। ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়েই আজ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন মাইকেল মানসিয়েন।