বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ৮ নং ওয়ার্ডের ভামিয়া গ্রামে সিসিডিবি উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ৯৫ টি পরিবারে মাঝে গোবিন্দভোগ, আম-আম্রপালি, জামরুল, নারিকেল, সফেদা ও কদবেল এর চারা বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিআরসির ভামিয়া সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস, এ্যাডমির ও এ্যাকাইন্ট অফিসার নেন্সি বিশ্বাস, মাঠ ব্যবস্থাপক অনিতা দাস, মিঃ জগদীশ সরকার ও কংকন অধিকারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক বন বিভাগের প্রতিনিধি মোঃ পিরামীন ইসহক।