স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামী এবং ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্রে, বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামী এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত পিলার ১৩/৩—এস এর ৯ আরবি হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১ জন আসামী এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১,২৪,০০০ টাকা মূল্যের মোটর সাইকেল আটক করে। ভোমরা বিওপির মেইন পিলার ৩ হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন ফলমোড় নামক স্থান হতে ৩৮,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপি মেইন পিলার ৯ হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী মাঠ নামক স্থান হতে ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপি মেইন পিলার ৭/২৮ হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি সীমান্ত পিলার ১৩/৩এস এর ৬ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০—৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি নামক স্থান হতে ৮৭,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৭,৩৯,০০০/— (সাত লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।