মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সীমান্তে মাদকপাচার বন্ধে বিজিবি মহাপরিচালকের হুঁশিয়ারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

এফএনএস: সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশে হুঁশিয়ারি দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তিনি বলেছেন, দেশে মাদক প্রবেশ বন্ধে, শূন্যের কোঠায় নামিয়ে আনতে যা করণীয়, তা অব্যাহত থাকবে। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেন শেষে তিনি এসব কথা বলেন। বিজিবি সবসময়ই জ¦লন্ত অগ্নিকুণ্ডের উপর দিয়ে দায়িত্ব পালন করে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে কখন কী হবে আসলে এটা বলা যায় না। কিন্তু মিয়ানমার সীমান্তে বান্দরবান এলাকায় কিছুটা উত্তেজনা চলছে। আমাদের বাহিনীর যে সদস্যরা আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দেশের অখণ্ডতা রক্ষা করতে বিজিবির উপর যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে তা সব সময় নিষ্ঠার সঙ্গে বিজিবি পালন করে আসছে, ভবিষ্যতেও পালন করা হবে। সীমান্তের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে এটাকে মোকাবিলা করতে সক্ষম হবো। মিয়ানমারের অভ্যন্তরীণ যে বাহিনী, তাদের মধ্যে অনেক দিন ধরেই গোলাগুলি চলছে। তাদের অভ্যন্তরীণ সমস্যার ভুক্তভোগী হচ্ছি আমরা। বিষয়টি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, যে পরিস্থিতি রয়েছে তা আমাদের নিয়ন্ত্রণেই আছে এবং সুন্দরভাবে ট্যাকেল করতে আমরা সক্ষম। অরক্ষিত সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবির মূল দায়িত্ব দেশের সীমান্ত রক্ষা করা। সীমান্তে অরক্ষিত জায়গা যদি থেকে থাকে, দুর্বল দিক চিহ্নিত করে গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত দিয়ে নিয়মিত মাদক দেশে প্রবেশ করছে। মাদক আসা বন্ধে বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে ভ‚মিকা কী থাকবে? জানতে চাইলে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, মাদকের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘জিরো টলারেন্স’। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই এ বিষয়ে একমত। বাইরে থেকে মাদক এসে দেশের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দেবে, এটি আমরা কখনোই চায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com