মীর আবু বকর \ সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ৯টায় সদর উপজেলার মাহমুদপুর কলেজের মসজিদে দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠিতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, উপাধ্যক্ষ মোঃ মুহিদুল ইসলাম, ইউপি সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান, সীমান্ত আদর্শ কলেজের গভর্ণিং বডির সদস্য মোঃ নূরুল ইসলাম, মোঃ গোলাম কুদ্দুস, মোঃ জুলফিকার আলী সহকারি অধ্যাপক মোঃ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্যাহ সিদ্দিক, প্রভাষক মোঃ গোলাম আজম, প্রভাষক মোঃ সফিকুল ইসলাম। সহ কলেজের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।