স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা মাহমুদ পুর সীমান্ত আদর্শ কলেজের ছাত্র মোঃ আমির হোসেন বাংলদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেয়েছে। সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা দিন মজুর মোঃ আদর আলী সরদার ও রহিমা খাতুন দম্পতির পুত্র আমির হোসেন লেখাপড়া করাতে কষ্টসাধ্য হয়ে পড়ে। পারিবারিক অভাবের তাড়নায় অন্যের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন। আলিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সীমান্ত আদর্শ কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। ইতিপূর্বে সে কুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। সাতক্ষীরা সীমান্ত কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান এই কলেজ থেকে বহু শিক্ষার্থী ইতিমধ্যে চিকিৎসা, বিচার বিভাগ সহ বিভিন্ন দপ্তরে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তবে কেউ বুয়েটে চান্স পাইনি। এক মাত্র আমির বুয়েটে চান্স পেয়েছেন। আমরা কলেজ থেকে তাকে অভিনন্দন জানাই।