এফএনএস স্পোর্টস: বয়স হয়ে গেছে ৪১ বছর, এখনও খেলে যাচ্ছেন ইউরোপের শীর্ষ পর্যায়ে। ইটালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ইউরোপের মাঠগুলোতে। এবার এই বয়সে নতুন করে ডাক পেলেন সুইডেন জাতীয় দলে। চলতি মাসে ইউরো বছাইপর্বে সুইডেন জাতীয় দলে ডাক পেয়ে ইব্রাহিমোভিচ ভেঙ্গে দিয়েছেন ইটালিয়ান গোলরক্ষক দিনো জফের সবচেয়ে বেশি বয়সে ইউরো বাছাইপর্বে খেলার রেকর্ড। সবশেষ ১২ মাস আগে দেশের হয়ে খেলেছেন ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ। এখন তিনি ভেঙ্গে দিয়েছেন জফের ইউরো বছাইপর্বে বয়সের মাইল ফলক। ১৯৮৩ সালের ২৪ মার্চ বেলজিয়াম ম্যাচের পর ২৭ মার্চ আজারবাইজানের বিপক্ষে খেলার সময় তার বয়স ছিল ৪০ বছর ৯০ দিন। অবশ্য হাঁটুর ইনজুরি থেকে ফিরে চলতি মৌসুমে এসি মিলানের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন ইব্রা। সুইডেন কোচ জ্যান এন্ডারসন এক বিবৃতিতে বলেন, কিছু সময়ের জন্য দূরে থাকলেও মিলানে বদলি হিসেবে দীর্ঘ সময় ধরে খেলেছেন তিনি। বর্তমানে তিনি যথেষ্ট ফিট এবং বেশ ভালো অবস্থায় আছেন। এমন দৃষ্টিকোন থেকে আমি মনে করি তিনি (জাতীয় দলে) অবদান রাখতে পারবেন। বিশেষ করে মাঠে এবং মাঠের বাইরেও। সুইডেন যদি আগামী বছর জার্মানিতে ইউরোর মূল আসরে পৌঁছাতে পারে, তাহলে ইব্রাহিমোভিচ হাঙ্গেরির গাবর কিরালির রেকর্ডটি ভেঙ্গে দিতে পারবেন। যিনি ৪০ বছর বয়সে ২০১৬ আসরে খেলে রেকর্ডটি গড়েছিলেন।