শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুন্দরবনকে সুন্দর রাখতে হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে যতগুলো বিষয়ে বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত তার মধ্যে আমাদের সুন্দরবন। অনন্য অসাধারন সৌন্দর্য্যরে লীলাভূমি প্রিয় সুন্দরবন। আমাদের অস্তিত্ব, সম্মান আর মর্যাদার প্রতিমুখ সুন্দরবন কেবল মাত্র সৌন্দর্য্যরে অবারিত ক্ষেত্র তা নয় এই সুন্দরবন সম্পদে পুর্ণতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম আশ্চর্য বটে সুন্দরবন, অগনিত বৃক্ষরাজি, জীব বৈচিত্র, নদী সুন্দরবনকে করেছে সমৃদ্ধ, আমাদের অস্তিত্ব রক্ষা তথা প্রাকৃতিক দূর্যোগ ও দুর্বিপাক হতে দেশকে রক্ষা করার অবারিত কারিগর হিসেবে সুন্দরবন নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সুন্দরবন কেবল মাত্র প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাক হতে দেশের উপকুলীয় এলাকাকে রক্ষা করে তা নয় এই বন অভ্যন্তরে শত সহস্র শ্রমজীবী, বনজীবী পরিবারের জীবন জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে, আমাদের সুন্দরবন দিনে দিনে অসুন্দর আর ধ্বংস করার মহা অথচ অনৈতিক উৎসবে মেতেছে এক শ্রেনির বন দস্যুরা। বর্তমান বর্ষা মৌসুম চলছে, ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে নদীতে স্বাভাবিক জোয়ার, সুন্দরবন সংলগ্ন এবং বন অভ্যন্তর দিয়ে প্রবাহীত নদ নদীতে উত্তাল জোয়ার নয় বিধায় এক শ্রেনির বনখেকো এবং বনদুস্যতে তৎপরতা বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা। সুন্দরবনের অন্যতম হিংস্র প্রানি রয়েল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনের অতন্ত্র প্রহরী। বিভিন্ন সময়ে খবরে প্রকাশ এক শ্রেনির দেশোদ্রোহীরা সুন্দরবনের অভ্যন্তর ভাগে বাঘ নিধনের ঘটনায় জড়িত। বাঘের চামড়া, বাঘের দাঁত, হাড় সহ অপরাপর দেহের অংশ বিশেষ বহুমূল্যে বিক্রি করা হয়। আমাদের প্রিয় সুন্দরবনের অন্যতম সৌন্দর্য্য আর মায়ার প্রতিক হিসেবে বিবেচিত হরিন, এক শ্রেনির চোরা শিকারীরা প্রতিনিয়ত সুন্দরবন অভ্যন্তরে বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে হরিন নিধন করছে। সুন্দরবনের অপরুপ সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে বৃক্ষরাজি আমাদের সুন্দরবনকে সুসংহত রাখতে এবং নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাককে রক্ষা করনে প্রতিনিয়ত নিবেদিত এক শ্রেনির বন খেকোরা সুন্দরবনের বৃক্ষ নিধনে মরিয়া। আমাদের প্রিয় সুন্দরবনকে সুন্দর রাখতে হবে। আর এ জন্য সুন্দরবন কেন্দ্রীক বিশেষ ও বিশেষায়িত বাহিনী সৃষ্টি করতে হবে সেই সাথে আধুনিক জলযান, আকাশযান ও তথ্য প্রযুক্তির উপস্থিতি নিশ্চিত করন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com