মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ জাল একটি নৌকা সহ এক জন কে আটক করেছে বনবিভাগ। মে থেকে জুলাই মাস সুন্দরবনের পাস পারমিট নিষিদ্ধ থাকায় মাছ কাঁকড়া ধরা বন্ধ। বুধবার বিকাল ৫টার দিকে সুন্দরবন চুনকুড়ি নদীতে চুনকুড়ি টহল ফাঁড়ির ফরেস্ট ওসি দীপক নেতৃত্বে অভিযানে ২ টি বেন্দী জাল নৌকা সহ এক জন কে আটক করে। আটক কৃত ব্যক্তি তালা থানা জালালপুর গ্রামে কৃষ্ণ বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস (৫১)। আটক নৌকা জাল সহ চুনকুড়ি টহল ফাঁড়িতে নিয়ে আসে। এ বিষয়ে চুনকুড়ি ফরেস্ট টহল ওসির কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন ধৃত আসামি কে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বন মামলা নাম্বার ০৫/চুন২০২১/২০২২।