বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে যতগুলো ক্ষেত্রে আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম “সুন্দরবন”। বিশ্বের দেশে দেশে আমাদের প্রিয় সুন্দরবনের সৌন্দর্যের বিকিরন থেমে নেই। বিশ্বের অন্যতম সৌন্দর্যের লীলাভূমিত আমাদের সুন্দরবন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ তার অমর সুন্দরবনের কল্যানে বিশেষ সম্মান আর মর্যাদা পেয়ে চলেছে। এজন্য আন্তর্জাতিক বিশ্বে লাল সবুজের বাংলাদেশ আলো ছড়ানোর দ্বারে, বিশ্বের বিস্ময় সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবন কেবলমাত্র সৌন্দর্যের স্তর, নয় আমাদের সুন্দরবন অনন্য অসাধারন স্থাপনা, আর বন, সুন্দরবন শুধু মাত্র সৌন্দর্যের লীলাভূমি তা নয়, আমাদের সুন্দরবন সম্পদেও পূর্ণতা পেয়েছে। বাংলাদেশের গর্ব আর অহংকারের প্রতিক সুন্দরবন এক শ্রেনির বনখেকোদের কারনে ধ্বংসের দ্বারপ্রান্তে, আর সুন্দরবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছানোর ক্ষেত্রে একশ্রেনীর চোরা শিকারি তথা বন খেকোদের অবস্থান ও ভূমিকা অতি সক্রীয়। সুন্দরবনের সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাণি খ্যাত রয়েলবেঙ্গল টাইগার, স্থানীয় ভাষায় যার না বাঘ নিধনেও লিপ্ত এক শ্রেনির চোরা শিকারিরা, বাংলাদেশ এর গর্বের প্রতিক হিসেবে খ্যাত সুন্দরবনের বাঘ নিধনের ঘটনা ঘটে চলেছে যা কেবল অন্যায় নয় চরম বিস্ময়ের বিষয়। আমাদের সুন্দরবন হাজার হাজার মানুষের জীবন জীবিকার উৎস্য হিসাবে খ্যাত। এক শ্রেণির চোরা শিকারিরা বাঘের পাশাপাশি হরিন নিধনেও নেমেছে। সুন্দরবনের গর্বের প্রতিক নানান ধরনের বৃক্ষ, আমাদের সুন্দরবনের প্রাণ হাজার প্রজাতির বৃক্ষ, সেই বৃক্ষ নিধনেও নিমেছে এক শ্রেণির বন খেকোরা। সুন্দরবন রক্ষা করতে হবে আর সুন্দরবন রক্ষায় যথাযথ এবং কাঙ্খিত দায়িত্বপালন করতে হবে, এবং সচেতন হতে হবে।