শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ট্রলারসহ ৬ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন অভয়ারণ্যে বনবিভাগের বিশেষ অভিযানে ১টি ট্রলারসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর রবিবার ভোর ৬ টায় পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের ইনচার্জ কামাল পাশার নেতৃত্বে একটি দল গহিন সুন্দরবনের মাইটার খাল নামক স্থান থেকে অবৈধভাবে অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে ১টি ইঞ্জিন চালিত ট্রলার সহ ছয় জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার মৃত কাদের খাঁর পুত্র কবির খাঁ, বেলায়েত খাঁর পুত্র শুকুর আলী খাঁ, মুনছুর শেখের পুত্র মোজাম শেখ, মোহাম্মদ খাঁর পুত্র শেখ ইমরান খাঁ, আরশাদ আলী খাঁর পুত্র আব্দুল­াহ ও হাবিবুর রহমান শেখের পুত্র গোলাম রসুল। সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষণ (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, নৌকা সহ ৬ জেলেকে আটক করা হয়েছে। আটকৃতরা সিওআর এর আবেদন জানিয়েছে। সিওআর সম্ভব না হলে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com