খোলপেটুয়া এবং কপোতাক্ষীর মধ্যে নৌ চলাচলের দূরত্ব কমিয়ে সময় বাঁচাতে যেমন চৌদ্দ রশি দোয়ানি সৃষ্টি এবং যোজক হিসাব ব্যবহৃত, শিবসা এবং পশুর নদীর মাঝে চালনার নিকটবর্তী ঢাকীও তদ্রুপ একটি দোয়ানী বা যোজক যা বর্তমান ঢাকী নদী নামে রেকর্ড ভূক্ত। এই সমস্ত বাস্তব চিত্রকে লক্ষ্য করে সুন্দরবনের উত্থান পতন ও ভাঙ্গা গড়া সহজে অনুমান করা যায় এবং তার সত্যতাও মেনে নেওয়া স্বাভাবিক। কখনও কখনও উপচে পড়া জলপ্লাবনে অধুনা ইঞ্জিন চালিত নৌকা লঞ্চ প্রভৃতি দ্রুতগামী জল যানের ধাক্কায় ও তুফানেও পট পরিবর্তন ঘটছে। সুন্দরবনে স্বল্প বিস্তর উত্থান-পতন বহুবার ঘটেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যে সুন্দরবনে কম পক্ষে দুই থেকে তিনবার ভীষণ অবনয়ন হয়েছিল যার ফলে লোক বসতি নিশ্চিহৃ হয়েছে হয়তো বা কখনও কখণও প্রায় শতাব্দীর ব্যবধানে লোক বসতি গড়েও উঠেছে। That a general subsidence has operated over the whole extent of the sundarbans. It not of the delta entire. I think quite clear from the result of examination of cutting or sections made in various parts where tanks were being excavated gasfrell’s statistical report of the distric of Jessore, Foridpur and Backargonje p.29. সুন্দরবন ধ্বংসের ২য় কারণ ঝটিকা আবর্ত ও জল প্লাবন। অতি প্রাচীন কালে কি হয়েছে তা জানার উপায় নেই তবে গত ৪/৫ শত বৎসরের মধ্যে কয়েকবার ঝটিকা ও জল প্লাবনে সুন্দরবনের অসংখ্য প্রাণী ধ্বংস ও অত্যন্ত অনিষ্ট সাধন করেছ।