শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সুন্দরবনের ইতিহাস ও ঐতিহ্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
Deers of sundarbans are having food together.

এটাই হ’ল তাদের শিকারের প্রধান বৈশিষ্ট। নদী খাল পার হতে গেলে স্রোতের গতি বেগও এদেরকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারে না। বাঘ ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা চলাফেরা করে। ৯০ থেকে ১১০ দিন গর্ভ ধারনের পর ২-৫টি বাচ্চা প্রসব করে এবং পুরুষ বাঘের চক্ষু লুকিয়ে বাচ্চা গুলি বড় করে তোলার চেষ্টা করে। কিন্তু প্রায় ক্ষেত্রে সে চেষ্টা ব্যর্থ হয়। কারণ পুরুষ বাঘগুলি যদি বাঘিনীর বাচ্চাকে না খেয়ে ফেলতো তাহলে সুন্দরবনে বাঘে ছেয়ে যেত। কিন্তু সুন্দরবনে সে পরিমান বাঘ নেই। বাঘ প্রতিদিন ১২ কেজি করে খাদ্য খায়। সুন্দরবন ছাড়াও ভারত, নেপাল, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া ও চীন দেশে বাঘ পাওয়া যায়। তবে সে সমস্ত বাঘ এত হিংস্র নয়। চিতা বাঘের গায়ে কালো কালো ফোটা থাকে। সুন্দরবনে এক সময় বুনো মহিষ ও গন্ডার ছিল। সেগুলি এখন অবলুপ্ত। ঈধষপঁঃঃধ জবারবি াড়ষ.৮৯ চ.২৯৯ ১৮৮৮৯. বাঘ মাছ, মাংস, কাকড়া, কাঁটা হাড় প্রভৃতি খায়। হাড় চিবানো এদের একা স্বভাব। তবে মানুষ ধরলে এরা সর্বপ্রথম মানুষের দেহের সবচেয়ে নরম অংশ নাভি আগে খায়। বাঘ সাধারণ ৪/৫ শ্রেনীর যথা (১) রয়েল বেঙ্গল টাইগার, (২) গুল বাঘ (৩) চিতা বাঘ (৪) মেছো বাঘ (৫) বাগঢোষা বা ঢোষা বাঘ। গরুর ছানাকে যেমন বাছুর বলে সাধারণত বাঘের বাচ্চাকে বাঘঢোষা বলা হয়। ঢাকী ফরেস্ট অফিসের সন্নিকটে নলিয়ানবাদে কালাচাঁদ নামে এক শিকারী ছিলেন। তিনি নাকি সুন্দরবন গন্ডার হত্যা করেছিলেন। তার পুত্র ওমর আলীও শিকারী ছিলেন। বাঘকে সুন্দরবন জঙ্গলের কর্মীরা বড় মামা বলে তার ১ম কারণ বাঘের আতঙ্কে তারা বাঘের নাম উচ্চারণ করে না। এছাড়া আর দুটি অভিমত আছে। অভিমত দুটি নিম্নরূপ। সুন্দরবনের রাজা দক্ষিণ রায়। তারা মাতা নারায়নী। বাঘ তাদের আ¹াবহ দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com