শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

সুন্দরবনের নিষিদ্ধকৃত রেনু বাগদার পোনা প্রকাশ্য বেচাকেনা হচ্ছে হরিনগর বাজারে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ সুন্দরবনের সকল প্রকার পাশ পারমিট বন্ধ থাকলেও বন্ধ হয়নি ছোট বাগদা ও রেনু পোনা ধরা। প্রতিনিয়ত প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা অবৈধ নেট জালের মাধ্যমে বাগদার রেনু পোনা ধরে যাচ্ছে। এ রেনু পোনা ধরে বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রয় করতে দেখা যায়। এখান থেকে মটর সাইকেল যোগে জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে ব্যাবসায়ীরা। সরাজমিনে দেখা যায় হরিনগর বাজারে নিষিদ্ধকৃত ছোট পোনা বিক্রয়ের জমজমাট বাজার বসেছে।প্রতিদিন এখান থেকে হাজার হাজার রেনু পোনা জেলার বিভিন্ন এলাকায় নিয়ে ঘের মালিকদের কাছে বিক্রয় করে থাকে ব্যাবসায়ীরা। সুন্দরবনের নদীতে ২৬০ প্রজাতির চিংড়ী মাছ পাওয়া যেতো কিন্তু অবৈধ নেট জাল ব্যাবহারের কারণে সে সকল মাছ হারিয়ে যাচ্ছে। সরকারি ভাবে সুন্দরবনের নদী থেকে নেট জাল দিয়ে রেনু বাগদা মারা নিষেধ থাকলেও তা অমান্য করে এক শ্রীনির দূসকৃতি মহল। নিষিদ্ধকৃত রেনু পোনা বাজারে প্রকাশ্যে বিক্রয়ের জন্যে প্রভাবশালীরা মাশোহারা নিয়ে থাকে প্রতিনিয়ত এছাড়া দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তারও জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী জানান। সুন্দরবনের নদী থেকে প্রতিনিয়ত যদি ছোট রেনু পোনা ধরতে থাকে তাহলে পরিবেশের দিক দিয়ে বিপর্যয় পড়বে সুন্দরবন। যে অবৈধ নেট জাল ব্যাবহার করে বাগদার রেনু পোনা ধরা হয়। সেই নেট জালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে ধংস্ব হয়ে যাচ্ছে প্রয়জন্য। সুন্দরবনের নদী থেকে হারাতে বসছে বিভিন্ন প্রজাতির মাছ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন, এক সময় নদীতে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেতো কিন্তু অবৈধ নেট জাল দিয়ে বাগদার রেনু পোনা ধরার কারণে এসকল মাছ বিলপ্তির পথে। যদি নেট জাল ব্যাবহার বন্ধ করে দেয় তাহলে নদীতে আবার প্রচুর মাছ হবে। এবিষয় কদমতলার স্টেশন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, আমরা প্রতিনিয় টহল জোরদার রাখছি যাতে নেট জাল দিয়ে মাছ না ধরতে পারে, এছাড়া বাজারের গুলিতে অভিযান দেওয়া হবে যেখানে ছোট রেনু পোনা বিক্রির করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com