কালিগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশের দক্ষিণ—পশ্চিম উপকূলে বিস্তৃত সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র এবং জীবিকার জন্য এক অবিচ্ছেদ্য আশ্রয়। তবে এই অতুলনীয় প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। প্লাস্টিক ও পলিথিন দূষণ দিনে দিনে এর পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করছে। এর প্রেক্ষাপটে, বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, যুব সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহনে কালিগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং জার্মান সরকার ও হেলভেটাস—এর সহযোগিতায় (১৫ এপ্রিল) মঙ্গলবার অফিসার্স ক্লাব মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। জবফঁপরহম চড়ষষঁঃরড়হ ধহফ ওসঢ়ৎড়ারহম ঃযব ঊপড়ষড়মু ড়ভ ঃযব ঝঁহফধৎনধহং গধহমৎড়াব ঋড়ৎবংঃং ধহফ ঞযবরৎ তড়হবং ড়ভ ওহভষঁবহপব রহ ইধহমষধফবংয প্রকল্পটি সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনাসহ মোট পাঁচটি উপকূলীয় জেলার ১৭টি উপজেলায় কাজ করছে। এর মধ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় এই প্রকল্পের আওতায় প্লাস্টিক ও পলিথিন দূষণ হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই পরিবেশ রক্ষায় কাজ করছে। রুপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এসময় তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। সাংবাদিক ও পরিবেশকর্মী সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালানয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য সচিব মারুফ হাসান প্রমুখ।