সুন্দরবন আমাদের মর্যাদা ও গর্বের প্রতিক, আন্তর্জাতিক বিশ্বে তথা বহিঃবিশ্বে বাংলাদেশ বিশেষ মর্যাদা ও সম্মান অর্জন করেছে আর সেই সম্মান ও মর্যাদার অন্যতম ক্ষেত্র সুন্দরবন। প্রকৃতির অপরুপ সৃষ্টি সুন্দরবন সত্যই অনন্য অসাধারণ। আমাদের অতি প্রিয় সুন্দরবন কেবল সৌন্দর্য্য আর সুন্দরের প্রতিক নয়, আমাদের প্রিয় সুন্দরবন সম্পদে পরিপুর্ণ। বিশ্বের দেশে দেশে সুন্দরবনের সৌন্দর্য্য, রুপ আর রসের শেষ নেই। সুন্দরবন বিশ্ববাসির বিশেষ আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। সুন্দরবন তাই পর্যটকদের অভয়ারান্য হওয়া উচিত। আমাদের দেশের উলেখযোগ্য সংখ্যক পর্যটক প্রতি বছর বা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমন করে। বাংলাদেশের বাস্তবতায় সুন্দরবনের ন্যায় এমন দর্শনীয় প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য কোথাও নেই আর তাই দেশের পর্যটকদের উচিত একবার হলেও সুন্দরবন ভ্রমন করা। সুন্দরবনের অভ্যন্তরে কেবল বৃক্ষরাজিতে পূর্ণ নয়, বন অভ্যন্তরের সর্বত্র ছোট বড় নদী ও খালের অস্তিত্ব ও প্রবাহ চোখ জুড়িয়ে যায়। বিশ্বের অন্যতম হিংস্র প্রাণি হিসেবে খ্যাত রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনেই বসবাস করে, সৌন্দর্য্য আর মায়ার অপরুপ সমারোহ মায়াবী হরিন সুন্দরবনকে অনেকগুন মোহিনী করে তুলেছে। সড়ক পথে সুন্দরবনে যাওয়া অতি সহজ, সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কই সুন্দরবন যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম, দেশের যে কোন এলাকা হতে যানবাহন চেপে সুন্দরবনে আসা সম্ভব। আসছে ঈদে সময় কাটানো, বিনোদন আর আসর যাপনের অন্যতম মাধ্যম হতে পারে সুন্দরবন। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল সুন্দরবনের সৌন্দর্য্য আর ঈদ আনন্দে সুন্দবন ভ্রমন বিষয়ক অতি মননশীল প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনটিতে সুন্দরবনের বহুবিধ সৌন্দর্য্যরে বিষয় বর্ণিত হয়েছে। আসুন আমরা সুন্দরবন ভ্রমন করি নিজেদেকে গর্বিত করি।