মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বন বিভাগ ও সিপিজি সদস্য যৌথ অভিযানে রবিবার সকাল ৮ দিকে ফাঁদ সহ হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সোলায়মান নেতৃত্বে বন বিভাগ সদস্য ও সিপিজি সদস্যদের নিয়ে সুন্দরবন গহীনে হাতি ভাঙা খাল ও হাড় দুনিয়া খাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় হরিণ ধরার লাইলনের দড়ি ফাঁস কিছু কাটা মাংস সহ মৃত হরিণ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাংস ১৬ কেজি ও হরিণ ধরার ফাঁদ আনুমানিক একশত পিস ও মৃত একটা হরিণ। হরিণ শিকারীরা বনবিভাগের উপস্থিত টের পেয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যায়। বিষয়ে স্টেশন কর্মকর্তা সোলেমান সাথে কথা হলে তিনি জানান হরিণের ফাঁস মাংস ও হরিণ সাতক্ষীরা কোট প্রেরণ করা হয়েছে।