রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

সুন্দরবনের হরিণ ধরার ফাঁদ সহ জীবিত হরিণ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বন বিভাগ ও সিপিজি সদস্য যৌথ অভিযানে শনিবার দুপুর ১২টার দিকে ফাঁদ সহ জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সোলায়মান নির্দেশে চুনকুড়ী টহল ফাঁড়ী ওসি সজল মজুমদার নেতৃত্বে বন বিভাগ সদস্য ও সি পিজি সদস্যদের নিয়ে সুন্দরবন গহীনে চালতে বেড়ে খাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় হরিণ ধরার লাইলনের দড়ি ফাঁস সহ জীবিত হরিণ উদ্ধার করে। উদ্ধারকৃত জীবিত হরিণ হাড়দোহা খাল নামক স্থানে অবমুক্ত করে। হরিন ধরার ফাঁদ আনুমানিক ২৬ পিস। হরিণ শিকারীরা বনবিভাগের উপস্থিত টের পেয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যায়। এ বিষয়ে স্টেশন কর্মকর্তা সোলেমান সাথে কথা হলে তিনি জানান ফাঁস দিয়ে হরিণ ধরছে কিছু হরিণ শিকার চোরারা। এজন্য প্রতিনিয়ত বনবিভাগের সদস্য সহ সি পিজি সদস্য অভিযান পরিচালনা করছে। এটা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com