বিশেষ প্রতিনিধি \ সুন্দরবনের মান্দার বাড়িয়া অভয়ারণ্য এলাকার বেহালা কয়লার খাল থেকে ৩ জেলেকে আটক আটক করেছে বন বিভাগের সদস্যরা। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা চকবার গ্রামের আয়ুব আলীর পুত্র মোঃ মোস্তাক আলী (৪৯), ৯নং সোরা গ্রামের ফুলশাত গাজীর পুত্র খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর পুত্র শফিকুল ইসলাম (৫৫)। এবিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বুধবার সকাল ১১ টায় কলাগাছিয়া টহলফাড়ির ওসি শিবের মজুমদার এর নেতৃত্বে স্মার্ট পেট্রোল টিমের দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মান্দার বাড়িয়ার অভয়ারণ্য এলাকার বেহালা কয়লার খালে অভিযান চালিয়ে ৩ জন জেলে সহ ১টি ডিঙ্গি নৌকা ও অন্যান্য মাছ ধরার সামগ্রী সহ আটক করে। আটককৃত জেলেদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।