গাবুরা (প্রতিনিধি) শ্যামনগর ॥ পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়া মোঃ কামরুল শেখ (৫০) পিতা মৃত আব্দুল খালেক শেখ নামে এক বাওয়ালী গাছ থেকে পড়ে মারাত্বক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন আছেন। কামরুল শেখের বাড়ি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে। গত ১৩ মে সোমবার এ ঘটনা ঘটে। সাথে থাকা সহযোগী বাওয়ালীনা জানান কয়েক দিন আগে অন্য আরও ২ জনের সাথে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান তিনি। মোবাইল ফোনে বাড়িতে কথা বলার জন্য নেটওয়ার্ক পেতে একটি বাইন গাছে উঠে ছিলেন কামরুল শেখ। হঠাৎ ডাল ভেঙ্গে অন্য গাছের উপরে পড়ে যান। তার মাথার ভিতরে কাঠের টুকরো ঢুকে যায়, শরীরে অন্যন্য অংশ থেতলে যায়। জরুরী ভিত্ততে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা সংকটপন্ন অবস্থায় ঢাকায় নিয়ে যেতে বলেন। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে মাথায় অপারেশন করা হয়। মাথা থেকে দুই টুকরো কাঠ বের হয়। কামরুল শেখের পরিবারটি অতিদরিদ্র তাই সবার সহযোগীতা চান চিকিৎসার জন্য।