কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সুন্দরবন পশ্চিম বন বিভাগে চরপাটা জালে মাছ ধরার পারমিট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়রা উপজেলা সর্বস্তরের জেলে বাওয়ালীরা। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, আবু সাইদ মোল্যা, মাসুম বিল্যাহ মিন্টু, মুর্শিদা খাতুন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার সানা, কয়রা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা,বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনিছুর রহমান, শেখ নুরুল হুদা,খোদা বক্স গাইন,সমাজসেবক গোলাম মোস্তফা,সুন্দরবনের জেলে মোস্তফা সানা,মোল্যা আক্তারুল ইসলাম,শাহেব আলী প্রমুখ। এ সময় শত শত জেলে বাওয়ালীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, বিকল্প কোন কর্মস্থানের ব্যবস্থা না করে কোন কারণ ছাড়াই সুন্দরবন পশ্চিম বন বিভাগের সকল স্টেশনে বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে চরপাটা জালের পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।অবিলম্বে পুনরায় পারমিট চালুর মাধ্যমে জেলে বাওয়ালীরা সুন্দরবনে মাছ ধরার দাবী জানান। এছাড়া বক্তরা আরও বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীদের সুন্দরবনে মাছ ধরা ছাড়া বিকল্প কোনো কর্ম সংস্হানের ব্যবস্থা নেই। অনেক পরিবার মাছ ধরতে যেতে না পারায় অসহায় অবস্থায় দুর্বিসহ জীবন-যাপন করতে হবে। অসহায় জেলেদের বিষয়টি বিবেচনা এতে পুনরায় চরপাটা জালে মাছ ধরার অনুমতি দেওয়ার দাবি জানান তারা।