এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সুন্দরবনে চোরাশিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বনবিভাগ। গতকাল শনিবার সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা টহলকালে কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদ দেখতে পান। পরে তারা বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করেন। এসময় ঐ স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, বনে অবৈধভাবে শিকারীদের প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। তবে তারা শিকারীদের দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।