বিশেষ প্রতিনিধি \ গভীর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আঙরাকোনা এলাকা থেকে রবিবার রাতে ৬ জন কাকড়া আহরনকারীর প্রত্যেককে ১ লাখ টাকা মুক্তিপণের দাবীতে অপহরণ হয়েছে। এ বিষয়ে গাবুরা ইউপি চেয়োরম্যান জি এম মাসুদুল আলম বলেন, গত রবিবার গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আঙরাকোনা জেলে পল্লীতে একদল কাঁকড়া শিকারী কাঁকড়া শিকারের সময় বনুদস্যু দুলাভাই বাহীনি হানা দিয়ে কাঁকড়া শিকারীদের সকল খাদ্য সামগ্রী লুঠে নিয়ে জনপ্রতি ১লাখ টাকা মুক্তি পনের দাবীতে ৬ কাঁকড়া শিকারীকে অপহরণ করে। পরবর্তীতে বিকাশ নম্বর এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে হবে। অপহৃত কাঁকড়া শিকারীরা হল গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের নজরুল ইসলামের পুত্র কামরুল ইসলাম (৪০), আবুল বাশারের পুত্র মাছুম (৩০), জয়নাল মোল্লার পুত্র আব্দুস সালাম (৩৫), চাঁদনী মুখা গ্রামের রাজ্জাক গাজীর পুত্র জিয়াউর রাঙা (৪৫), সাহেব আলীর পুত্র সাজাহান (৩৫), আরশাদ শেখের পুত্র আবুল হোসেন (৫০)। এব্যাপারে অপহৃতর পরিবারে সাথে কথা বললে তারা জানান, অপহরনের সময় বনদস্যুরা হুমকি দিয়ে গেছে আইনের সাহায্য নিলে হত্যা করে লাশ ভাসিয়ে দেয়া হবে। এ ব্যাপারে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, আমার নিকট কেউ অভিযোগ করেনি। অপহৃতদের ভাগ্য কি জুঠেছে তা এখন ও জানা যায়নি। সম্প্রতি বনদস্যু কর্তৃক সুন্দরবনে অপহরণ বৃদ্ধি পাওয়ায় গোটা সুন্দরবণে বনদস্যু আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান বলেন এ বিষয়ে জেলেরা আমাদের কিছু জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।