শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সুন্দরবনে মৌখিকভাবে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা একদিন পর প্রত্যাহার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ “সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন” এই স্লোগানে মুখরিত গোটা বাংলাদেশ। যদিও প্রচার প্রসারের তুলনায় সুন্দরবনে পযর্টক প্রবেশের হার অনেক কম। তবে অতীতের চেয়ে বর্তমানে পযর্টক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একথা নিঃসন্দেহে বলা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের এ স্বর্গরাজ্য উপভোগ করতে প্রতিদিন পর্যটকদের পদচারনায় মুখরিত সুন্দরবন। কিন্তু এ স্বর্গরাজ্য উপভোগে বাধ সেজেছে পরিবেশ দূষণ। প্লাস্টিক বর্জ্য, পলিথিন সহ ময়লা আবর্জনা যত্রতত্র ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে তাই বাধ্য হয়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন সাতক্ষীরা রেঞ্জ সহকারি বন সংরক্ষণ মোঃ ইকবাল হোসাইন চৌধুরী। পর্যটক নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সুন্দরবন ভ্রমণ পিপাসুরা জানান, পর্যটন শিল্পে অগ্রগতি করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাছাড়া বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের পর্যটকদের পর্যটনের কেন্দ্রবিন্দু। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, কুমির, বানর, সাপ সহ বিভিন্ন পশুপাখি দেখার জন্য দেশ-বিদেশের পর্যটকরা সুন্দরবনে ভিড় জমায়। এর থেকে কোটি কোটি টাকা রাজস্ব পায় সরকার। কিন্তু নিষেধাজ্ঞার ফলে পর্যটকদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পর্যটক না আসলে দেশ হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। পর্যটকরা আরও বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা না দিয়ে যেভাবে পরিবেশ দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে প্রচার প্রচারণা চালাতে পারতো বন বিভাগ। পরিবেশ দূষণমুক্ত রাখতে বন বিভাগ প্রচার প্রচারণা না চালিয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি। এরকম হঠকারী সিদ্ধান্ত ভবিষ্যতে যাতে না নেওয়া হয় সেজন্য পর্যটকরা সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ সহকারি বন সংরক্ষণ মোঃ ইকবাল হোসাইন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাত জানান, পর্যটকরা সুন্দরবন ভ্রমন করলে রাজস্ব বাড়বে একথা যেমন ঠিক পরিবেশ বাজলে প্রাণী কুল বাজবে এ কথাও ঠিক। তাই পরিবেশ বাঁচাতে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতনতার জন্য মৌখিকভাবে একদিন সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একদিন পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভ্রমণে ব্যবহৃত ট্রলার মালিকগণ ট্রলারে বর্জ্য রাখার স্থান ডাস্টবিন রাখলেও পর্যটকরা যত্রতত্র ময়লা, আবর্জনা, প্লাস্টিক সহ বিভিন্ন দ্রব্য ফেলছে। এক্ষেত্রে ট্রলার মালিকদের তদারকি বাড়ানো এবং পর্যটকদের সচেতনতা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com