বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা হরিণের মাংস সহ দুই শিকারীকে আটক করেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৩০ মার্চ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চোরা শিকারীর দল হরিণ শিকার করে লোকালয়ে আসার সময় টের পেয়ে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকা থেকে শিকারীদের আটক করে। এসময় তল্লাশি করে হরিণের ৪টি পা, ১টি মাথা, রান্না করা ৫কেজি মাংস, ৩টি নৌকা ও ৩শত মিটার হরিণ শিকারীর জন্য ব্যবহৃত ফাঁদ উদ্ধার করে বনকর্মীরা। তবে, অভিযানের খবর আগাম টের পেয়ে অপর ৪ শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। অভিযানের সময় চোরা শিকারীরা ৩০ কেজি হরিণের মাংস নদীতে ফেলে দেয়। আটককৃত দুই শিকারী হলেন উপজেলার গাবুরা পার্শ্বেমারী গ্রামের কুদ্দুস শেখের পুত্র মঈনুদ্দীন শেখ (৪০) ও মৃত বেলাত গাজীর পুত্র মুজিবর গাজী (৫২)। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারীকে আটক করা হয়েছে। তাদেরকে বন্য প্রাণী হত্যার দায়ে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com