বিশেষ প্রতিনিধি \ সুন্দরবনে ৪০ কেজি হরিনের মাংস, মাথা, চামড়া সহ নৌকা জব্দ করা হয়েছে। গত ২৬ আগস্ট শনিবার গভীর রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের সদস্যরা কাটেশ্বর বন টহল ফাড়ি সংলগ্ন হাজির ভারানী নামক স্থানে অভিযান চালিয়ে শিকারীদের ফেলে যাওয়া একটি ডিঙ্গি নৌকা আটক করে। নৌকার মধ্যে অভিযান চালিয়ে সদ্য ছেলা আনুমানিক ৪০ কেজি হরিণের মাংস, ৪ খানা পা, ১টি মাথা ও ১টি চামড়া জব্দ করে। অভিযান টের পেয়ে শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, শনিবার রাত ১টার দিকে বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিনের মাংস, পা, চামড়া, মাথা সহ শিকারীদের ফেলে যাওয়া নৌকা আটক করে। হরিনের মাংস ও অন্যান্য মালামাল বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জে কেরাসিন মাখিয়ে নষ্ট করা হয়েছে। হরিন শিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। সনাক্ত হলে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।