সাতক্ষীরা সদর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহান জাতীয়সংসদে সাতক্ষীরায় দীর্ঘ দিন বন্ধ সুন্দরবন টেক্সটাইল মিলস চালুর জন্য মাননীয় স্পীকারের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ বস্ত্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরবতীতে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মিলটি সরেজমিনে পরিদর্শন করেন। পরে বস্ত্রমন্ত্রণালয় সহ বিটিএমসি কর্তৃপক্ষের সহিত আলোচনা করেছেন। সরকার পি.পি.পি মাধ্যমে বিটিএমসির নিয়ন্ত্রণে সুন্দরবনে টেক্সটাইল মিলস্ সহ ১০টি মিল চালুর বিষয়ে ১৫ জন জাতীয়সংসদ ভবনে অনুষ্ঠিত পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করেছেন। জেলা জাতীয় শ্রমিক পার্টির পক্ষ থেকে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর অভিনন্দন জানান। সাথে সাথে মিলটি পুনরায় দ্রুত চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি