এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে: সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ১টি মৃত হরিণসহ ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। এ সময় বন বিভাগের অভিযান টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্টেশনের অধীনস্থ টেকের খাল এলাকা হতে সুন্দর বনে গাছের ফাকে হরিণ আটকের লাইলনের ফাঁদ আনুমানিক ৩ শতাধিক (৬ বস্তা) সহ একটি মৃত হরিণসহ ফাঁদ উদ্ধার করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী জানান, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।