বুড়ীগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ সুন্দরবনের কোল ঘেঁষা মুন্সিগঞ্জ বাস স্টান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাব চত্বরে সুন্দরবন দিবস কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শরুব ইয়ুথ টিমের আয়োজনে সংহতি প্রকাশ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ও সুন্দরবন প্রেসক্লাবসহ উপকূলীয় অঞ্চলের সকল স্বেচ্ছাসেবী সংগঠন। শরুপ ইয়ূথ টিমের সভাপতি জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে ও মমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ বিশেষ অতিথি উপজেলা যুব ফোরামের সভাপতি সাগর কুমার মন্ডল, শরুপ ইয়ূথ টিমের সাধারণ সম্পাদক বাদশা ওয়ালিদ, লিডার্সের কর্মকর্তা পরিতোষ মন্ডল, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের শাহিন সিরাজ, জলবায়ূ পরিষদের রঞ্জিত বর্মন ও সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি বিলাল হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুন্দরবন শুধুমাত্র পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, বিশ্বে সুন্দরবনের মত এত সমৃদ্ধ জীববৈচিত্র আর কোন বনে নেই। এই জন্যই সুন্দরবনকে বলা হয় ‘জীববৈচিত্রের জীবন্ত পাঠশালা’। আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারের কাছে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি উদ্যোক্তাদের। তারা আরো বলেন ১৫ বছর ধরে একই দাবিতে সোচ্চার সাতক্ষীরাসহ আশপাশের জেলাগুলোর বাসিন্দারা। অচিরেই সরকার এ দাবি মেনে নিবে, আশাবাদই সংশ্লিষ্টদের।