বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি\ আশাশুনির বুধহাটায় সুন্দরবন ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্র“প পরিক্ষার লক্ষ্যে বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের পাইথালী বাজারের মামুন মার্কেট চত্বরে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে রক্ত পরিক্ষার কর্মসুচির আওতায় প্রায় ১৫০ জনের রক্তের গ্র“প পরিক্ষা করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় কুন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন সানা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদ হোসেন উজ্জল, সংগঠনের অন্যতম সদস্য ফরহাদ হোসেন শান্তসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুন্দরবন ব্লাড ব্যাংক।